অপেক্ষায় তন্ময় মাহবুবুলের 'শুধু তোমায়'

কালের কলম
1 Min Read

থেমে নেই সময়, শেষ হতে যাচ্ছে অপেক্ষার প্রহর। এ প্রজন্মের প্রতিভাবান সঙ্গীতশিল্পী ও মিউজিক কম্পোজার তন্ময় মাহবুবুল ইতিমধ্যে মিউজিক কম্পোজার হিসাবে বেশ সুনাম অর্জন করেছেন। সম্প্রতি তন্ময় তার কম্পোজিশনে জনপ্রিয় সঙ্গীতশিল্পী ইমরান মাহমুদুলের গাওয়া “না” ও “তুমি ছাড়া” সহ বেশ কয়েকটি গান দর্শক শ্রোতা মহলে দারুণ প্রশংসিত হয়েছে।

“শুধু তোমায়” শিরোনামের নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন হালের এ কম্পোজার। তার নিজের প্রথম মৌলিক গান নিয়ে আসছে আগামী রবিবার সন্ধ্যা ৭ টায় এনপি মিউজিক রেকর্ডসে। গানটির প্রযোজনা করেছে ড্রপআউট প্রোডাকশন।

জানাগেছে, গানটি লিখেছেন ঝুমুর আক্তার, সুর ও মিউজিক, প্রোগ্রামিং ও মিক্স মাস্টারিং করেছেন তন্ময় মাহবুবুল নিজেই। এছাড়াও “শুধু তোমায়” গানটিতে তন্ময়ের সাথে মডেল হয়েছে ‘জারা জেরিন খান’। গানটির ভিডিও নির্মাণ করেছেন যুব জোবায়ের হোসাইন।

গানটি পেতে লিংকে ক্লিক করে সঙ্গে থাকার আহবান করেছেন কম্পোজার তন্ময় মাহবুবুল নিজেই।

লিংক: https://www.youtube.com/channel/UC6fezVyuskLSYUDt3V8mNsw/featured

Share This Article