খুলনায় প্রথম ভ্যাকসিন গ্রহন করলেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক

কালের কলম
2 Min Read
চিত্র: ভ্যাকসিন গ্রহন করছেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক

সাব্বির ফকির, খুলনা প্রতিনিধি: 

প্রাণঘাতী করোনাভাইরাস রোধে খুলনাসহ সারাদেশে একযোগে টিকা দেয়া শুরু হল আজ, রবিবার (০৭ ফেব্রুয়ারি)। দেশের ১০০৫ কেন্দ্রে এ প্রতিষেধক দেয়া হচ্ছে। আজ সকাল সাড়ে ১০টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক নিজে টিকা নিয়ে কার্যক্রমের উদ্বোধন করেছেন। খুলনা মহানগরে ১৩টি এবং জেলার প্রত্যেক উপজেলায় তিনটি করে মোট ৪০টি কেন্দ্রে টিকা দেয়া হচ্ছে।

খুলনা প্রথম ভ্যাকসিন গ্রহন করলেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। এসময়ে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, খুমেক হাসপাতালের পরিচালক ডাঃ এটি এম মন্জুর মোর্শেদ, খুমেক অধ্যক্ষ ডাঃ আব্দুল আহাদ, উপাধ্যক্ষ ডাঃ মেহেদী নেওয়াজ, শহীদ শেখ আবু নাসের বিশেয়ায়িত হাসপাতালের পরিচালক ডাঃ মুন্সী রেজা সেকেন্দার ও খুলনার সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ।

গতকাল শনিবার দুপুর আড়াইটা পর্যন্ত টিকা নেয়ার জন্য সারাদেশে তিন লাখ ২৮ হাজার ১৩ জন নাম নিবন্ধন করেন। আজ সকাল ১০টা মহাখালী স্বাস্থ্য ভবনে ভার্চুয়ালি টিকা কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সূত্রমতে, গত ২৭ জানুয়ারি একজন নার্স টিকা গ্রহণের মধ্যদিয়ে প্রাথমিক কার্যক্রম শুরু হয়। ওই দিন আরও ২৫জন টিকা নেন। পরদিন রাজধানীর ৫টি হাসপাতালে আরও ৫৪১ জনকে দেয়া হয়। পার্শ্বপ্রতিক্রিয়া বোঝার জন্য এদের পর্যবেক্ষণে রাখা হয়। খুব একটা সমস্যা না হওয়ায় ৭ ফেব্রুয়ারি সারাদেশে একযোগে টিকা প্রয়োগ শুরুর সিদ্ধান্ত নেয়া হয়। টিকাদান প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে। আরও একঘন্টা কেন্দ্রেই অবস্থান করবেন স্বাস্থ্যকর্র্মীরা।

কারা টিকা নিতে পারবেন না, জানতে চাইলে সেব্রিনা ফ্লোরা বলেন, ১৮ বছরের নিচে, গর্ভবতী নারী, শিশুকে দুগ্ধদানকারী মা, যাদের অনেক জ্বর আছে তাদের টিকা দেয়া যাবে না। যাদের কোভিড আছে, তাদের ৪ সপ্তাহ পর্যন্ত টিকা নেয়া যাবে না। অন্য কোনো রোগের ক্ষেত্রে দেয়া যাবে না- এমন কোনো নিষেধ নেই। কিন্তু সতর্কতার অংশ হিসাবে যারা এ মুহূর্তে গুরুতর অসুস্থ, হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, তাদের আমরা বলছি তারা যেন টিকা নিতে না আসেন। এছাড়া কিছু প্রশ্ন থাকবে, টিকাদান কর্মী সেই সব প্রশ্ন জিজ্ঞাসা করেই টিকা দেবেন। ওষুধে অ্যালার্জি আছে, তাদের টিকা দেওয়া হবে না। প্রাথমিক অবস্থায় এ কথাগুলো বলছি। টিকা কার্যক্রম কিছু দিন চলার পর আমাদের অবজারভেশনের ভিত্তিতে আপডেট করা হবে বলে জানান তিনি।

Share This Article
Leave a comment