জনবল সংকটে পাবনা জেনারেল হাসপাতাল: দীর্ঘদিন বন্ধ ইএনটির অপারেশন থিয়েটার

কালের কলম
2 Min Read

পাবনা প্রতিনিধি: 

পাবনা জেনারেল হাসপাতালে বন্ধ রয়েছে নাক কান গলার অপারেশন থিয়েটার। জনবল সংকটসহ নানা কারণে পাবনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ১৫ দিন যাবত চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে।

জানাগেছে, ২০১১ সালে পাবনা জেনারেল হাসপাতাল সিভিল সার্জন এর প্রশাসনিক আওতামুক্ত হয়ে স্বতন্ত্র প্রশাসন নিয়ে যাত্রা শুর করে। কিন্তু এখন পর্যন্ত হাসপাতালটি স্বয়ংসম্পূর্ণ ও মানুষের চিকিৎসা সেবার নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে পরিণত হয়ে উঠেনি। এখনো ১০০ শয্যার জনবল দিয়েই চলছে ২৫০ শয্যার বৃহৎ এই জেনারেল হাসপাতালটি।

হাসপাতালটিতে নাক, কান গলার অপারেশনের মেশিন থাকলেও শুধু লাইট নষ্ট হওয়ায় রোগীদের সেবায় কাজে লাগানো যাচ্ছেনা বলে জানিয়েছেন হাসপাতালটির সহকারী পরিচালক।

এদিকে প্রতিদিন শিশু, গাইনিসহ বিভিন্ন বিভাগের রোগীর চাপে হাসপাতালে তিল ধারণের জায়গা থাকছে না। হাসপাতালের বাথরুম ব্যবহারের অনুপযোগী। টয়লেটে বদনা নেই, সময়মত পানি পাওয়া যায়না। মহিলাদের জন্য নেই কোনো আলাদা টয়লেট। অনেক সময় বাথরুম করতে গিয়ে নিজেকে বিব্রতকর অবস্থায় পড়তে হয় রোগীদের।

হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ কে এম আবু জাফর বলেন, ‘আমাদের হাসপাতালটি আগে ১০০ শয্যার ছিল এখন ২৫০ শয্যার করা হয়েছে। মূলত একটি অপারেশন থিয়েটারে একটি লাইট থাকে। অপারেশন থিয়েটারের ছাদের উপর গণপূর্তর কাজ করার ফলে তাদের অসাবধানতার কারনে ছাদচুয়ে লাইটে পানি ঢুকে নষ্ট হওয়ার কারণে শুধু নাক. কান গলার অপারেশন থিয়েটার বন্ধ রয়েছে। প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে জানিয়েছি দ্রুত সমস্যা সমাধান হবে বলে আমি আশাকরি।’

Share This Article
Leave a comment