বর্তমান প্রজন্মের সম্ভাবনাময়ী কণ্ঠশিল্পী প্রীতি শেখের “বলে দে না” শিরোনামের চমৎকার একটি গান সম্প্রতি রিলিজ হয়েছে। গানটির কথা লিখেছেন জসিম উদ্দিন সুর এবং হোসাইন ইমন। গানটির সংঙ্গীত আয়োজন করেছেন উদীয়মান সঙ্গীতশিল্পী ও মিউজিক কম্পোজার তন্ময় মাহবুবুল। “বলে দে না” গানটির ভিডিও নির্মাণ করেছেন জুম্মান হোসেন রানা।
গত শুক্রবার বিকাল ০৪ টায় সায়েম মিউজিক ভিশন (SMV) ইউটিউব চ্যানেল থেকে মুক্তি পেয়েছে হৃদয় ছোঁয়া গানটি। “বলে দে না” গানের মাধ্যমে সায়েম মিউজিক ভিশন (SMV) তাদের নিয়মিত কার্যক্রম শুরু করছে। এখন থেকে উক্ত ইউটিউব চ্যানেলে নিয়মিত গান ও শর্ট ফিল্ম প্রকাশ হবে চ্যানেলটির পক্ষ থেকে জানানো হয়েছে।