ল’ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সাতক্ষীরা জেলা ও উপজেলা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

কালের কলম
1 Min Read
চিত্র: সাতক্ষীরা জেলা ও দায়রা জজ, শেখ মফিজুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনটির নেতাকর্মীরা।

তরিকুল ইসলাম লাভলু, নিজস্ব প্রতিনিধি: 

আইনবিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন ল’ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ল্যাব) এর সাতক্ষীরা জেলা শাখা কর্তৃক আয়োজিত জেলা কমিটি এবং উপজেলা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ সেপ্টেম্বর) সাতক্ষীরা শাখা অফিসে এই অনুষ্ঠান অনুষ্টিত হয়।

জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি, মোঃ আশরাফুজজামান সজীবের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক, আফজাল হোসেনের সঞ্চালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন, সংগঠনটির সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি, আবুল কাশেম মাহদি হাসান, সাধারণ সম্পাদক, শেখ রায়হান, সহ-সাংগঠনিক সম্পাদক, আল শাহরিয়ার শাকিল, যুগ্ম-সাধারন সম্পাদক, সাবিহা আক্তার লাকী, নারী ও শিশু বিষায়ক সম্পাদক, সৈয়েদা আফরিনা।

এছাড়াও আলোচনায় অংশ নেন উপজেলা কমিটির সভাপতি, রাজিব, সাধারণ সম্পাদক, আনিক, দপ্তর সম্পাদক, মেহজাবিন স্বর্ন, সাগর, তামিম কবির সহ জেলা-উপজেলা সকল সদস্যবৃন্দ।

সভা শেষে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ, শেখ মফিজুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনটির নেতাকর্মীরা। এসময় তিনি ল’ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সর্বপরী উন্নতি ও সকল সহযোগিতার আশ্বাস দেন।

Share This Article
Leave a comment