উজ্জ্বল চক্রবর্তী, রাজবাড়ী:
রবিবার দুপুরে রাজবাড়ীতে সদ্য যোগদানকৃত পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দৌলতদিয়া পূর্ব পাড়া এলাকার অসহায় নারী ঐক্য সংগঠনের নারী নেত্রীরা।
রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামানের কার্যালয়ে তার হাতে ফুলের তোড়া তুলে দেন অসহায় নারী ঐক্য সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগম। এ সময় রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাহউদ্দিন, রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার মজুমদার ও অসহায় নারী ঐক্য সংগঠনের নেত্রীরা উপস্থিত ছিলেন।
ফুলের শুভেচ্ছা প্রদান শেষে, অসহায় নারী ঐক্য সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগম সদ্য যোগদানকৃত পুলিশ সুপারকে বলেন, আমরা অবিভাবকহীন ছিলাম। আমরা এক সময় নিরাপত্তাহীনতায় ভুগেছি। একটা সময় ছিলো প্রতিনিয়ত আমাদের নির্যাতনের স্বীকার হতে হয়েছে। বর্তমানে বাংলাদেশ পুলিশের ঢাকারেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান পিপিএম বিপিএম স্যারসহ পুলিশের ভালো মনের কর্মকর্তাদের হস্তক্ষেপের কারনে আমরা অনেক ভালো আছি। দৌলতদিয়া পুর্বপাড়ার বাসিন্দাদের দেখেশুনে রাখারও দাবী জানান তিনি।
নবাগত পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান বলেন, আপনারা এতদিন যেমন ছিলেন সামনে তার চেয়ে আরো ভালো থাকতে পারবেন। যেকোন বিপদে আপদে আমাকে সরাসরি ফোন দিবেন। এছাড়াও আপনাদের এলাকার বাসিন্দাদের নিয়ে সচেতনতামূলক কর্মকান্ড করার ইচ্ছা প্রকাশ করেন তিনি।