এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণ এর “সেবার রাজনীতি” শির্ষক এক মুক্ত আলোচনা সভা আজ ৯ নভেম্বর পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্টিত হয়।
পার্টির কেন্দ্রীয় সহকাবী সদস্য সচিব ও ঢাকা মহানগর দক্ষিণের প্রধান সমন্বয়ক এ.এফ.এম উবাইদুল্লাহ মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব বি.এম. নাজমুল হক, কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব নাজমুল হুদা অপু, শাহ আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পার্টির কেন্দ্রীয় ও মহানগরী নেতা গাজি নাছির উদ্দিন, মাহবুবুর রহমান, মো: কবির হোসেন, তাফহিমুল ইসলাম, বেলাল হোসাইন, ফারহানা ইসলাম সহ অনেকে।
সভায় বক্তারা বলেন, এবি পার্টি সেবার রাজনীতির মাধ্যমে জনগনের আস্থা অর্জনে বিশ্বাসী। রাজনৈতিক দল সমূহের প্রতি আস্থাহীনতার সংস্কৃতি থেকে জন আস্থা ফিরিয়ে আনতে সেবার নতুন খাত নিয়ে কাজ করবে এবি পার্টি।
মানুষের মৌলিক অধিকার পূরনে কাজ করার তাগিদের পাশাপাশি যুগের চাহিদা পুরনে তথ্য-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সেবা নিশ্চিত করার উপর গুরুত্ব দেওয়া হয়।
সবায় মেডিকেল ক্যাম্প, খাদ্য কর্মসূচী বস্ত্র বিতরণ সহ প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে সহসা মাঠে নামবে এবি পার্টি।