মালয়েশিয়া প্রতিনিধি:
নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন’র তৃতীয় বর্ষপূর্তি ও চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে মালয়েশিয়া টিমের ‘মাসিক অনলাইন মিটআপ’ সফলভাবে সম্পন্ন হয়েছে।
জানাগেছে, পিলওআইটি বিডি, গাড়াখোলা ফ্যাশান হাউজ এন্ড এগ্রো ফার্ম ও এএসজে ক্রয়ী বাজার নামের তিনটি কোম্পানির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও ফাউন্ডেশনটির প্রতিষ্ঠাতা জনাব ইকবাল বাহার জাহিদ।
ভার্চুয়াল এ প্রোগ্রামের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মালয়েশিয়া টিমের কমিউনিটি ভলেন্টিয়ার দেলোয়ার রুবেল। জাতীয় সংগীত পরিচলনা করেন কমিউনিটি ভলেন্টিয়ার আশেক এলাহি। এছাড়া ফাউন্ডেশনের শপথ বাক্য পাঠকরেন মালয়েশিয়া টিমের কমিউনিটি ভলেন্টিয়ার শাকিল আহমেদ শিকদার শাকিল। এসময় ফাউন্ডেশনের মালয়েশিয়া টিমের বিগত দিনের কার্যক্রম তুলে ধরেন ফাউন্ডেশন এর কোর ভলেন্টিয়ার মোঃ আসাদুজ্জামান।
ভার্চুয়াল এ অনুষ্টানটির সঞ্চলনায় ছিলেন মালয়েশিয়া টিমের কান্ট্রি এম্বাসেডর নিয়াজুল ইসলাম রনি এবং কমিউনিটি ভলেন্টিয়ার হুমায়ুন কবির।
প্রধান অতিথির বক্ত্যবে জনাব ইকবাল বাহার জাহিদ সকলের সর্বাঙ্গিন সফলতা কামনা করেন এবং কোম্পানি পরিচালনায় দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়া ঘন্টা ব্যাপী এ অনুষ্ঠানে যুক্ত ছিলেন ফাউন্ডেশনের কোর ভলেন্টিয়ার ও মডারেটরগন এবং যুক্ত ছিলেন মালয়েশিয়া টিমের সকল সদস্যবৃন্দ।
ভার্চুয়াল মিটআপ অনুষ্ঠানে যুক্ত হয়ে মিটআপ সফল করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদও কৃতজ্ঞতা প্রকাশ করে উক্ত অনুষ্ঠাটির সমাপ্তি ঘোষণা করা হয়।