প্রবাস ডেস্ক:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৫ তম কারাবন্দী দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মালয়েশিয়া ও অঙ্গসংগঠনের উদ্যোগে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
মালয়েশিয়া বিএনপির সিনিয়র সহ সভাপতি মাহবুব আলম শাহ’র সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালিউল্লাহ জাহিদ এবং মালয়েশিয়া যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম খানের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে আলোচনায় যুক্ত হন ডাকসুর সাবেক জিএস, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সাবেক সভাপতি ও সংসদ সদস্য নাজিমুদ্দিন আলম,বিশেষ অতিথি হিসেবে যুক্ত হন শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক সভাপতি ও সংসদ সদস্য শামসুল আলম প্রামাণিক, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডাঃ মাজহারুল আলম, কোকো স্মৃতি সংসদের সভাপতি মোঃ আলমগীর হোসেন,মাহবুব আলী খান স্মৃতি সংসদের সভাপতি মোঃ সাদিক আহমেদ,কুয়েত বিএনপির উপদেষ্টা কিং ফয়সাল,মালদ্বীপ বিএনপির সহ সভাপতি খলিলুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে নাজিমুদ্দিন আলম বলেন,তারেক রহমানের নেতৃত্বে আবার মুক্তিযুদ্ধ করতে হবে,আবার গণ-অভ্যুত্থানের মাধ্যমে বর্তমান সরকারের পতন ঘটিয়ে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে।
ভার্চ্যুয়াল সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপির সিনিয়র নেতা শহীদুল্লাহ্ শহীদ। আরো বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপির সহ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন লিটন, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ মোল্লা, গাজীপুর মহানগর বিএনপির সহ সভাপতি ভিপি আশরাফ হোসেন টুলু, মহিলা দল নেত্রী সোনিয়া জাহান, কেএল সেন্ট্রাল বিএনপির সভাপতি আবুল কাশেম নয়ন,পুচং বিএনপির সভাপতি বিপ্লব, যুবদল নেতা নাসির উদ্দিন,মিনহাজ মন্ডল, যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক এনায়েত উল্লাহ মুমিন,মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আবু কাউছার ভূঁইয়া,সেরডাং যুবদলের সাবেক সভাপতি নাজমুল হাসান, কুয়ালালামপুর মহানগর যুবদলের সভাপতি শামীম রেজা, জোহর প্রদেশ যুবদলের সাধারণ সম্পাদক জালাল হাসান, সিমুনিয়া মহানগর যুবদলের সাধারণ সম্পাদক শেখ মোঃ সেলিম, জোহর প্রদেশ যুবদলের সাংগঠনিক সম্পাদক রহমতউল্লাহ,সুবাং জায়া যুবদলের সভাপতি শাহিন আলম, এস.এস.টু যুবদলের সভাপতি সবুজ হাওলাদার, মসজিদ ইন্ডিয়া যুবদলের সভাপতি মেহেদী হাসান, শাহ-আলম যুবদলের সভাপতি বাদশাহ।
ভার্চুয়াল আলোচনা সভায় অংশ গ্রহণ করেন সিমুনিয়া মহানগর যুবদল সভাপতি খালিদ হাসান রিপন, কুয়ালালামপুর মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি লিটন রহমান, মাসজিদ ইন্ডিয়া যুবদলের সভাপতি মেহেদী হাসান, সহ-সভাপতি এনামুল হক,সহ সাংগঠনিক সম্পাদক জামশেদ আলম আরমান, মোশাররফ হোসেন ফাউন্ডেশন মালয়েশিয়ার সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, ক্লাং মহানগর যুবদলের সভাপতি টিটু মোল্লা, বিএনপি নেতা আব্দুর রহিম ভূঁইয়া, যুবনেতা সুমন, মোজাম্মেল, সোহেল, হিরন, রাছেল, দেলোয়ার হোসেন ভূঁইয়া ও মোশাররফ হোসেন।
প্রবাসী নেতাদের মধ্যে যুক্ত ছিলেন, অষ্ট্রেলিয়া বিএনপির সভাপতি লুৎফর কবির, অষ্ট্রেলিয়া যুবদলের ইয়াছির আরাফাত সবুজ, দক্ষিণ আফ্রিকা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মুরাদ খান, কবি আল সিরাজী সহ মালয়েশিয়া সহ বহিঃবিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ যুক্ত ছিলেন।