সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় আরিজুল মোড়ল (৫২) নামে এক কৃষক খুন হয়েছে।
আজ মঙ্গলবার সকালে উপজেলার পাটকেলঘাটা থানার কাশিয়াডাঙ্গা গ্রামের নিজ বাড়ীর রাস্তার পাশ থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। নিহতের মাথায়সহ বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। নিহত আরিজুল মোড়ল (৫২) উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের মৃত আক্কাজ মোড়লের ছেলে।
পাটকেলঘাটা থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। নিহতের ভাতিজা রিপন মোড়ল জানান, প্রতিবেশী তাকের শেখের ছেলে পংকজ শেখ এবং রবিন শেখ ও বাকের শেখের সাথে দীর্ঘ দিন ৭২ শতক জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ কারনে তাকে হত্যা করা হতে পারে বলে ধারনা করা হচ্ছে।
সাতক্ষীরার সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তে জন্য মর্গে পাঠানো হয়েছে। লাশের মাথায় লোহার রড় জাতীয় কোন বস্তু দিয়ে আঘাত করা হয়েছে। জমিজমা সংক্রান্ত প্রতিবেশিদেও সাথে পারিবারিক বিরোধের কারনে এই হত্যাকান্ড সংঘটিত হতে পারে। হত্যার রহস্য উৎঘটনের চেষ্টা করছে পুলিশ।
সূত্র: দৈনিক ইত্তেফাক।