সাতক্ষীরা উপজেলা পরিষদ মিলনায়তনে গত শুক্রবার দিন ব্যাপি যুদ্ধের বিবরণ ও মুক্তিযোদ্ধাদের নিজস্ব গল্প ও প্রতিবেদন প্রথম প্রহর ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক উন্মোচন করা হয়। সাথে শিশুদের পূষ্টিকর খাদ্য প্রদান, শিশুদের চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতা এবং বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব কোহিনুর ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কাদির, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মোমেন, লুইস রানা গাইন নির্বাহী পরিচালক, হেড সংস্থা সাতক্ষীরা, আসমা-উল-হুসনা প্রতিনিধি, একশন এইড বাংলাদেশ, মাহফুজ আহমেদ, পরিচালক, শিকারী ব্যান্ড এবং ইভেন্ট ম্যানেজমেন্ট।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ রাকিবুল হাসান সভাপতি, প্রথম প্রহর ফাউন্ডেশন সাতক্ষীরা এবং উপস্থাপনায় ছিলেন মোঃ তরিকুল ইসলাম অন্তর সাধারন সম্পাদক, প্রথম প্রহরে ফাউন্ডেশন সাতক্ষীরা।
এছাড়া আরও উপস্থিত ছিলেন প্রথম প্রহর ফাউন্ডেশন সাতক্ষীরা টিমের মোঃ শাহাদাত জামান শান্ত, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদকএবং কার্যনির্বাহী সদস্যদের মধ্যে আরিফ হোসেন, ফারহাদ হোসেন, হৃদয় মন্ডল, আরিফুল ইসলাম, মোস্তফা কামাল, মোঃ রাজু আহমেদ ও সৈয়দ এনামুল প্রমুখ।
অনুষ্ঠানের সমাপনী পূর্বে প্রতিযোগিতায় বিজয়ী এবং অংশগ্রহণকারীদের মাঝে উপহার সামগ্রী বিতরন করা হয়। প্রথম প্রহর ফাউন্ডেশন সাতক্ষীরার পূর্ববর্তী সকল প্রজেক্ট সফলভাবে সম্পন্ন করায় প্রজেক্ট লিডারদেরকে সম্মানসূচক সার্টিফিকেট প্রদান করেন, প্রধান অতিথি আলহাজ্ব আসাদুজ্জামান বাবু।