আতাইকুলা প্রেসক্লাবের জাতীয় শোক দিবস পালন

কালের কলম
2 Min Read
চিত্র: আতাইকুলা প্রেসক্লাবের জাতীয় শোক দিবস পালন। ছবি: কালের কলম।

পাবনা প্রতিনিধি: 

আতাইকুলা প্রেসক্লাবের উদ্যোগে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আতাইকুলা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন আতাইকুলা প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ টেলিভিশনের পাবনা জেলা প্রতিনিধি নজরুল ইসলাম বাঁধন ও পরিচালনা করেন আতাইকুলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মাই টিভির পাবনা জেলা প্রতিনিধি কামরুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আতাইকুলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জালাল উদ্দিন।

উপস্থিত বক্তারা বলেন; ’৭৫-এর ১৫ আগস্ট নরপিশাচ রূপি খুনিরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেই ক্ষান্ত হয়নি, বঙ্গবন্ধু হত্যার বিচার প্রক্রিয়া বন্ধ করতে ঘৃণ্য ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট থেকে দীর্ঘ ২১ বছর বাঙালি জাতি বিচারহীনতার কলঙ্কের বোঝা বহন করতে বাধ্য হয়। জাতির পিতার সুযোগ্যকন্যা শেখ হাসিনার নেতৃত্বে গঠিত সরকার বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে নিয়মতান্ত্রিক বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে ২০১০ সালে ঘাতকদের ফাঁসির রায় কার্যকর করার মধ্য দিয়ে বাঙালি জাতিকে কলঙ্কমুক্ত করে।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শওকত হোসেন রাজনীতিবিদ, আতাইকুলা প্রেস ক্লাবের সহ-সভাপতি সাব্বির হোসেন, যুগ্মসাধারণ সম্পাদক লিটন হোসেন, কোষাধক্ষ্য আশরাফুল আলম, প্রচার সম্পাদক মোঃ মিঠুন শেখ মিঠু, দপ্তর সম্পাদক ইকবাল হোসেন, কার্যকরী সদস্য নূরনবী সহ আরো অনেকে।

আলোচনা শেষে মহান স্বাধীনতা যুদ্ধসহ ১৫ই আগস্টে বঙ্গবন্ধু সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

Share This Article
Leave a comment