এক রেমিটেন্স যোদ্ধার আকস্মিক মৃত্যু

কালের কলম
1 Min Read

আহমাদুল কবির, বিশেষ প্রতিনিধি: 

পরিবারের ভাগ্য বদলে প্রবাসে এসে ভাগ্য বিড়ম্বনার শিকার হচ্ছেন প্রবাসীরা। হঠাৎ করেই শামিল হচ্ছেন মৃত্যুর মিছিলে। প্রবাসীদের এই আকস্মিক মৃত্যুর মিছিল দিন দিন বেড়েই চলছে।

মালয়েশিয়ার ক্লাংএ একটি নির্মাণ সাইডে চং উঠাতে গিয়ে মোহাম্মদ জাকির হোসাইন (৪০) নামের এক বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধার মৃত্যুর খবর পাওয়া গেছে।

নির্মান সাইডে কর্মরত শ্রমিকরা জানান, ১৪ এপ্রিল বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে ক্লাং টপগ্লোভের ৩৫ নং ফেক্টরিতে কন্সট্রাকশন সাইডে ৩৫ ফুট উপরে চং উঠাতে গিয়ে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরন করেন। জাকির হোসাইন ওই ফেক্টরিতে সাব এজেন্টের মাধ্যমে নির্মান শ্রমিক হিসেবে কাজ করছিলেন। জাকির হোসাইনের মরদেহ ময়নাতদন্তের জন্য শাহ আলম হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সংসারের সুখের আশায় ২০০০ সালে মালয়েশিয়ায় এসে স্বপ্ন বাস্তবায়নের আগেই চলে গেলেন রেমিটেন্স যোদ্ধা মোহাম্মদ জাকির হোসাইন (৪০)।

জানা গেছে, ঢাকা খিলক্ষেতের বাড়ুয়ার জাকির হোসাইন , স্বপ্নের দেশ মালয়েশিয়ায় ২০০০ সালে পাড়ি জমান পরিবারের মুখে হাসি ফোটাতে। কয়েকদিন অন্যত্র কাজ করার পর ২০১১ সালে ৬ পি লিগেলাইজেশনের সময় এল কেকে কন্সট্রাকশন কোম্পানির মাধ্যমে বৈধ হয়ে হন এবং গত ৬ মাস ধরে সাব এজেন্টের মাধ্যমে টপগ্লোভের একটি নির্মান সাইডে কাজ করতেন।

Share This Article
Leave a comment