খুলনা প্রতিনিধি:
কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, আরাফাত রহমান কোকো কোনো রাজনীতিবিদ ছিলেন না। তিনি একজন ক্রীড়া সংগঠক ছিলেন। অতি অল্পসময়ের মধ্যে ক্রীড়াঙ্গনে বিভিন্ন কাজের মাধ্যমে তিনি নিজেকে স্মরণীয় করে রেখেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রবিবার (২৪ জানুয়ারি) বেলা ১২টায় দলীয় কার্যালয়ে খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা, মহানগর বিএনপি সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, জেলা বিএনপি সাধারণ সম্পাদক আমীর এজাজ খান, শেখ মোশাররফ হোসেন, জাফরউল্লাহ খান সাচ্চু, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আব্দুর রশিদ, শেখ আবু হোসেন বাবু।
উপস্থিত ছিলেন স.ম. আব্দুর রহমান, রেহেনা ঈসা, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, মোল্যা খায়রুল ইসলাম, এড. মাসুম অর রশিদ, আব্দুর রকিব মল্লিক, সিরাজুল হক নান্নু, কামরুজ্জামান টুকু, এড. তসলিমা খাতুন ছন্দা, মেহেদী হাসান দিপু, মুজিবর রহমান, ইকবাল হোসেন খোকন, শেখ সাদী, শাহিনুল ইসলাম পাখি, সাজ্জাদ আহসান পরাগ, সাজ্জাদ হোসেন তোতন, মজিবর রহমান ফয়েজ, নিয়াজ আহমেদ তুহিন, মোল্যা এনামুল কবির, মুর্শিদ কামাল, হাসানুর রশিদ মিরাজ, মশিউর রহমান যাদু, শামসুজ্জামান চঞ্চল, ওয়েজউদ্দিন সান্টু, কামরান হাসান, আবু সাঈদ শেখ, শাহানাজ ইসলাম, নাজির উদ্দিন নান্নু, শেখ ইমাম হোসেন, হাফিজুর রহমান মনি। অনুষ্ঠান পরিচালনা করেন আসাদুজ্জামান মুরাদ ও ওয়াহিদুজ্জামান রানা। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল মান্নান।