খুলনায় ডিজিটাল নিরাপত্তা মামলা বাতিল ও শ্রমিক নেতার মুক্তি দাবিতে মানববন্ধন

কালের কলম
1 Min Read
চিত্র: খুলনায় ডিজিটাল নিরাপত্তা মামলা বাতিল ও শ্রমিক নেতার মুক্তি দাবিতে মানববন্ধন

খুলনা প্রতিনিধি: 

পাটকল রক্ষায় আন্দোলনের শ্রমিক নেতা রুহুল আমিনের মুক্তির ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে খুলনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ মার্চ) দুপুরে খুলনা প্রেসক্লাবের সামনে শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্য এর উদ্যেগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে একই সাথে গ্রেফতার হওয়া কার্টুনিস্ট কিশোর ও সাত ছাত্রনেতার নিঃশর্ত মুক্তি দাবি করা হয়। পরে বিক্ষোভ মিছিল নিয়ে আন্দোলনকারীরা আদালত চত্বরে ঢুকতে গেলে পুলিশ বাঁধা দেয়।

মানববন্ধনে শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্য এর নেতা আলমগীর কবিরের পরিচালনায় বক্তৃতা করেন গনতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক উজ্জ্বল বিশ্বাস, জাতীয় মুক্তি কাউন্সিলের খুলনা জেলা সভাপতি হুমায়ুন কবির, বাংলাদেশ লেখক শিবির খুলনা জেলার সাধারণ সম্পাদক বরকত আলি, চলচিত্র নির্মাতা মিহির কান্তি মন্ডল, শ্রমিকনেতা আলমগীর হোসেন, মোশাররফ হোসেন, নিয়াজ মুর্শিদ দোলন।

Share This Article
Leave a comment