গণধর্ষণ মামলার মূল আসামী মানিক লাল কুন্ডু খুলনায় গ্রেফতার

কালের কলম
2 Min Read
চিত্র: গণধর্ষণ মামলার মূল আসামী মানিক লাল কুন্ডু র্যাবের হাতে আটক

খুলনা প্রতিনিধি: 

চাকরির প্রলোভন দেখিয়ে এক নারীকে গত ১২ ফেব্রয়ারি যশোর সদরের বাহাদুরপুর মাঠপাড় এলাকায় মেহগুণি বাগানের পাশে নির্মানাধীন পাকা ঘরে নিয়ে মানিক লাল কুন্ডু, আনোয়ার ও রিয়াজুল কাজী সংবদ্ধভাবে ধর্ষণ করে পালিয়ে যায়। এঘটনায় তিন আসামীর বিরুদ্ধে যশোর সদর থানায় মামলা (যার নং-৮৭, ১৩-০২-২০২১) করেন ভুক্তভোগী। আজ রবিবার (১৪ ফেব্রুয়ারী) ভোরে গোপন খবরেরভিত্তিতে খুলনার ফুলতলা থানাধীন তরতীবপুর গ্রামে অভিযান চালিয়ে মানিক লাল কুন্ডুকে গ্রেফতার করে র‌্যাব-৬। তাকে যশোর পিবিআই কার্যালয়ে হস্তান্তর প্রক্রিয়াধীন।

গ্রেফতারকৃত মানিক লাল কুন্ডু খুলনার ফুলতলা উপজেলার তরতীবপুর এলাকার মৃত বিজন বালা কুন্ডুর পুত্র।

জানা গেছে, মূল আসামী মানিক লাল কুন্ডু ভুক্তভোগীর সাথে পূর্বপরিচয়ের জেরধরে তাকে বিভিন্ন সময় চাকুরী দেবে বলে আশ্বস্ত করে। এ পরিপ্রেক্ষিতে গত ১২ ফেব্রুয়ারী বিকাল সাড়ে ৩টার দিকে মানিককুন্ড ভুক্তভোগীকে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে অভয়নগর থেকে যশোর মনিহার মোড়ে নিয়ে যায় সন্ধ্যায়। মনিহার মোড়ে আনোয়ার ও রিয়াজুল কাজী ভুক্তভোগীর সাথে মিলিত হয়ে চাকরি সংক্রান্ত বিষয়ে কথা বলে।

অতঃপর সন্ধ্যা ৭টারদিকে চাকরি দেয়ার কথা বলে মানিক লাল কুন্ডু, আনোয়ার ও রিয়াজুল কাজী ভুক্তভোগীকে যশোরের বাহাদুরপুর মাঠপাড় এলাকায় মেহগুণি বাগানের পাশে নির্মানাধীন পাকা ঘরে নিয়ে গিয়ে মারধর ও ভীতি দেখিয়ে পালাক্রম ধর্ষণ করে। পরবর্তীতে ভুক্তভোগীর আত্মচিৎকারে আসামীরা পালিয়ে যায়। পথচারী জনৈক মহিলা ভুক্তভোগীকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

Share This Article
Leave a comment