চুরি-ডাকাতি-ছিনতাই রোধে আতাইকুলা থানা পুলিশের মতবিনিময় সভা

কালের কলম
1 Min Read

পাবনা প্রতিনিধি: 

আতাইকুলা থানা পুলিশের উদ্যোগে বিভিন্ন বাজারের নৈশপ্রহরী ও ব্যবসায়ীদের নিয়ে চুরি-ডাকাতি-ছিনতাই রোধে, এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আতাইকুলা থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জালাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার পাবনা মো: রোকনুজ্জামান।

উক্ত থানার (ওসি) তদন্ত সিদ্দিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আর, আতাইকুলা ইউপি চেয়ারম্যান মিরাজুল ইসলাম বিশ্বাস, আতাইকুলা প্রেসক্লাবের সভাপতি ও বিটিভি পাবনা প্রতিনিধি, নজরুল ইসলাম বাঁধন।

এসময় উপস্থিত ছিলেন আতাইকুলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, মাই টিভির পাবনা প্রতিনিধি কামরুল ইসলাম, আতাইকুলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক অলিউল ইসলাম অলি, আতাইকুলা বাজার ব্যবসায়ী বিভিন্ন বাজারের নৈশপ্রহরীবৃন্দ।

প্রধান অতিথির আলোচনায় অতিরিক্ত পুলিশ সুপার মো: রোকনুজ্জামান বলেন, পাবনা জেলার মধ্যে আতাইকুলা থানা বিভিন্ন বাজারে সিসি ক্যামেরার আওতায় আনায় চুরি-ডাকাতি-ছিনতাই অনেকটাই রোধ করা সম্ভব হয়েছে। এবং অপরাধীকে শনাক্ত করতে সিসি ক্যামেরা মুখ্য ভূমিকা পালন করছে, যার কারণে অত্র এলাকায় অপরাধপ্রবণতা অনেকাংশেই কমেগেছে।

Share This Article
Leave a comment