মোহাম্মদ আলী, পাবনা প্রতিনিধি:
তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থীর তালিকা ঘোষণা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
গতকাল বৃহস্পতিবার (২১ অক্টোবর ২০২১) বিকেল ৪টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপির সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামীলীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি।
সভার সিদ্ধান্ত অনুযায়ী দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়। এর মধ্যে পাবনা বেড়া পৌরসভা এবং তৃতীয় ধাপের রাজশাহী বিভাগের পাবনা সাথিয়া উপজেলার ৯ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনীত প্রার্থীদের নামীয় তালিকা প্রকাশ করা হয়।
এদের মধ্যে রয়েছে, পাবনা বেড়া পৌরসভার মেয়য় পদে আওয়ামীলীগের দলীয় নৌকা মনোনয়ন পেয়েছেন, এস এম আসিফ শামস। সাথিয়া উপজেলার, নাগডেমরা ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় (নৌকা) মনোনয়ন পেয়েছেন, মোঃ হারুন আর রশিদ, কাশিনাথপুর ইউনিয়নে মীর মনজুর, ক্ষেতুপাড়া ইউনিয়নে মোঃ মুনসুর আলম, নন্দনপুর ইউনিয়নে মোঃ রবিউল ইসলাম, ভুলবাড়ীয়া ইউনিয়নে মোঃ আবু ইউনুস, গৌরিগ্রাম ইউনিয়নে মোঃ আব্দুল ওহাব, ধোপাদহ ইউনিয়নে মোঃ সাইদুজ্জামান, আর-আতাইকুলা ইউনিয়নে মোঃ মিরাজুল ইসলাম,ধুলাউড়ী ইউনিয়নে জরিফ আহম্মদ।