মোহাম্মদ আলী, পাবনা প্রতিনিধি:
পাবনার আতাইকুলা থানার সাদুল্ল্যপুর ইউনিয়নে আলোকচর গ্রামে আহম্মাদিয়া সিদ্দিকিয়া হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে সন্ত্রাস-জঙ্গিবাদ, কিশোরগ্যাং, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, ইফটিজিংসহ মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাবনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও পাবনা সদর সার্কেল মোঃ রোকনুজ্জামান সরকার।
আতাইকুলা থানার অফিসার্স ইনচার্জ মোঃ জালাল উদ্দিনের সভাপতিত্বে আরোও উপস্থিত ছিলেন সাদুল্লাহপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল আলিম মোল্লা, আতাইকুলা থানার তদন্ত অফিসার মোঃ আমিনুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য হাসিবুল হোসেন, শিমুল হোসেন, হাইচ প্রাঃ, আব্দুল আলীম, ইকতার হোসেন সহ এলাকার সামাজিক, রাজনৈতিক, সুশীল, সাংস্কৃতিক ও ধর্মীয় ও এলাকার সন্মানিত ব্যাক্তিবর্গ।
প্রধান অতিথির আলোচনায় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রোকনুজ্জামান বলেন, সমাজে বিভিন্ন অপরাধ-সহিংসতা রোধ ও নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি জনগনের সচেতনতা খুবই প্রয়োজন এজন্য জনগণ জনপ্রতিনিধি ও আইন-শৃঙ্খলা বাহিনী পারস্পরিক সবাই একযোগে কাজ করতে হবে।