প্রাদেশিক শাসকদের নিয়ে বিশেষ সভায় বসছেন মালয়েশিয়ার রাজা

কালের কলম
1 Min Read
চিত্র: ইয়াং ডি-পার্টুয়ান আগং আল-সুলতান আবদুল্লাহ রিয়াতউদ্দীন আল-মুস্তফা বিল্লাহ শাহ, ছবি: ফাইল।

আহমাদুল কবির, বিশেষ প্রতিনিধি: 

মালয় প্রাদেশিক শাসকদের নিয়ে বিশেষ সভায় বসছেন দেশটির রাজা ইয়াং ডি-পার্টুয়ান আগং আল-সুলতান আবদুল্লাহ রিয়াতউদ্দীন আল-মুস্তফা বিল্লাহ শাহ। আগামি ১৬ জুন ইস্তানা নেগারা (রাজ প্রাসাদ) এ বিশেষ সভা অনুষ্টিত হবে বলে জানিয়েছেন ইস্তানা নেগারা রয়্যাল হাউজির নিয়ন্ত্রক দাতুক আহমদ ফাদিল শামসুদ্দিন।

ইয়াং ডি-পার্টুয়ান আগং আল-সুলতান আবদুল্লাহ রিয়াতউদ্দীন আল-মুস্তফা বিল্লাহ শাহের সম্মতিতে বৈঠকটিতে মহামারি কোভিড-১৯ পরিস্থিতি এবং সংকট উররণ নিয়ে শাসকদের আলোচনা হবে বলে জানিয়েছেন আহমদ ফাদিল শামসুদ্দিন।

বুধবার ৯ জুন এক বিবৃতিতে দাতুক আহমদ ফাদিল শামসুদ্দিন বলেছেন, “মালয় শাসকদের বিশেষ সভা রাজার উদ্যোগে অনুষ্টিত হচ্ছে এবং বিশেষ সভার সভাপতিত্ব করবেন রাজা ইয়াং ডি-পার্টুয়ান আগং আল-সুলতান আবদুল্লাহ রিয়াতউদ্দীন আল-মুস্তফা বিল্লাহ শাহ।”

উল্লেখ্য, গত ১২ জানুয়ারি, আল-সুলতান আবদুল্লাহ মালয়েশিযার ক্রমবর্ধমান কোভিড -১৯ মহামারী নিয়ন্ত্রণে একটি কার্যকর ব্যবস্থা হিসাবে ১ আগস্ট পর্যন্ত দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন।

আল-সুলতান আবদুল্লাহ ২০১৯ সালের ৩১ জানুয়ারি ফেডারেল সিংহাসনে আরোহণের পর ইস্তানা নেগারাতে মালয় শাসকদের বিশেষ সভা দ্বিতীয়বার অনুষ্ঠিত হয়। এরপর গত বছরের ২৫ অক্টোবরে আরেকটি সভা অনুষ্ঠিত হয়েছিল।

Share This Article
Leave a comment