বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে মালয়েশিয়ায় দোয়া মাহফিল অনুষ্টিত

কালের কলম
1 Min Read

আহমাদুল কবির, বিশেষ প্রতিনিধি: 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে মালয়েশিয়ায় দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। সোমবার (২২ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যায় মাদরাসা তাহফিজ আল-কোরআন সায়জওয়ানে বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়ার সভাপতি বিশিষ্ট ব্যবসায়ি মনির বিন আমজাদের আয়োজনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার সাভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়ার সভাপতি মনির বিন আমজাদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় পুলিশ কমিশনার দাতু রামলি হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেপি রাজ আলী, ও মাদরাসার পরিচালক হাজী সালেহ।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়ার সিনিয়র সহ-সভাপতি আহমাদুল কবির, সাধারণ সম্পাদক বশির আহমেদ ফারুক, সহ-সভাপতি আশরাফুল মামুন, কোষাধক্ষ্য মোহাম্মদ আলী, অরিফুল ইসলাম, মনিরুজ্জামান সহ আরও অনেকে।

দোয়া ও আলোচনা শেষে মাদ্রাসার প্রায় শতাধিক ছাত্রছা-ত্রীদের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতারণ করা হয়।

এসময় উপস্থিত স্থানীয় অতিথিরা বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এমন আয়োজনের জন্য মনির বিন আমজাদকে ধন্যবাদ জানান।

আলোচনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও পরিবার বর্গের দীর্ঘায়ূ এবং বিশ্ববাসীর শান্তি সমৃদ্ধি কমানা করে মোনাজাত করা হয়।

Share This Article
Leave a comment