বাংলাদেশ হাইকমিশনের বয়োবৃদ্ধ কর্মী হারুনুর রশিদ মারা গেছেন

কালের কলম
2 Min Read

আহমাদুল কবির, বিশেষ প্রতিনিধি: 

মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের বয়োবৃদ্ধ কর্মী মো: হারুনুরশিদ (৬১) মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন) মৃত্যকালে তিনি বার্ধক্য রোগে ভোগছিলেন। তিনি তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তার বড় ছেলে মো: খলিল উল্লাহ জানিয়েছেন, ১২ জুন শনিবার মালয়েশিয়া সময় সকাল সাড়ে ৭ টায় আপাংস্থ বাসায় মৃত্যুবরণ করেন। মো: হারুনূর রশিদ ১৯৭৭ সালে ১ জানুয়ারি বাংলাদেশ হাইকমিশনে পরিচ্ছন্নকর্মী হিসেবে চাকুরিতে যোগদান করেন।

মালয়েশিয়া কমিউনিটিতে রশিদ ভাই নামে পরিচিত ছিলেন। বয়োবৃদ্ধ হারুনুর রশিদের মৃত্যুতে হাইকমিশনসহ প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

তার আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, হাইকমিশনার মো. গোলাম সারওয়ার, ডেপুটি হাইকমিশনার ( মিনিষ্টার ) খোরশেদ এ খাস্তসীর, প্রতিরক্ষা উপদেষ্টা কমোডর মোস্তাক আহমেদ, কাউন্সেলর শ্রম মো. জহিরুল ইসলাম, কাউন্সেলর শ্রম ২য় মো: হেদায়েতুল ইসলাম মন্ডল, কাউন্সেলর পাসপোর্ট ও ভিসা মো. মশিউর রহমান তালুকদার, কাউন্সেলর বাণিজ্যিক মো. রাজিবুল আহসান, কাউন্সেলর রাজনৈতিক তাহমিনা বেগম, কাউন্সেলর কন্স্যুলার জি এম রাসেল রানা, প্রথম সচিব (রাজনৈতিক) ও দূতালয় প্রধান রুহুল আমিন, প্রথম সচিব শ্রম ফরিদ আহমদসহ দুতাবাসের সকল শ্রেণীর কর্মকর্তারা।

এ ছাড়া মালয়েশিয়া প্রবাসী ও প্রবাসী কমিউনিটি নেতারা এবং বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়া’র নেতৃবৃন্দ হারুনুর রশিদের আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ইব্রাহীম জানান দেশে থাকা আত্মীয় স্বজনকে ফোন করে জানানো হয়েছে। চলমান সংকটময় মূহুর্তে হারুনুর রশিদের মরদেহ দেশে না নিয়ে মালয়েশিয়ায় দাফন করার প্রস্তুতি চলছে বলে জানান হারুনুর রশিদের ছেলে ইব্রাহীম খলিল উল্লাহ।

Share This Article
Leave a comment