কাজী আশরাফুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া:
দরিদ্র অসহায়দের মাঝে পবিত্র রমজান মাস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার কুটি ইউনিয়নের লেশিয়ারা নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রবাসী মোহাম্মদ মিজান চৌধুরীর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় ২শ অসহায় দরিদ্রদের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, জাকির চৌধুরী, গিয়াস উদ্দিন আজম, নাইম চৌধুরী প্রমুখ।
এ ব্যাপারে জাকির চৌধুরী জানান, মহামারি করোনার প্রভাবে লকডাউন চলাতে অসহায় মানুষের পাশে পবিত্র রমজান মাস উপলক্ষে আমরা মিজান চৌধুরীর পক্ষে ইফতার সামগ্রী বিতরণে তেল, ডাল, ছোলা, পেঁয়াজ, মুড়ি, খেজুরসহ আরও অনেক কিছু দিয়ে সহায়তা করছি।