মওদুদের অবস্থার উন্নতি, দেখে এলেন মির্জা ফখরুল: নেটিজোনে মৃত্যু গুজব

কালের কলম
1 Min Read
ছবি: অ্যাপোলো হাসপাতালে অসুস্থ মওদুদ আহমদকে দেখতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ডেস্ক নিউজ: 

অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদকে দেখে এসেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার বেলা ২টা ২০ মিনিটে দলের ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেনকে সঙ্গে নিয়ে মওদুদ আহমদকে দেখে এসেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, মওদুদ আহমদের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

রক্তের হিমোগ্লোবিন কমে যাওয়ায় গত ২৯ ডিসেম্বর মওদুদ আহমেদকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করানো হয়। তিনি ডা. শাহাবুদ্দিন তালুকদারের অধীনে চিকিৎসা নিচ্ছেন।

এদিকে সকাল থেকে গুজব ছড়িয়ে পড়েছে মওদুদ আহমদের মৃত্যু হয়েছে বলে।

Share This Article
Leave a comment