মালয়েশিয়ায় চালু হলো ‘চাকরীর খোঁজ’ অনলাইন পোর্টাল

কালের কলম
2 Min Read

আহমাদুল কবির, বিশেষ প্রতিনিধি: 

মালয়েশিয়ায় চালো হল ‘চাকরীর খোঁজ’ অনলাইন পোর্টাল। মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাই কমিশনের তত্বাবধানে প্রবাসীদের নিশ্চিত চাকরী প্রদানে এ পোর্টালটি চালু করা হয়েছে।

৮ এপ্রিল মালয়েশিয়া সময় রাত সাড়ে ৯ টায় বাংলাদেশ হাই কমিশনের পোর্টাল ‘চাকরীর খোঁজ’ উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ এমপি।

অনুষ্ঠানটি বাংলাদেশ হাইকমিশনের ফেসবুক পেইজের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়।

ডেপুটি হাইকমিশনার (মিনিষ্টার) খোরশেদ এ খাস্তগীরের প্রাণবন্ত উপস্থাপনায় মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারোওয়রের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে ভার্চুয়াল অনুষ্টানে যোগ দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম এমপি।

প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেন, প্রবাসীদের একটি শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে আমরা ডিজিটাল প্লাটফর্মকে গুরুত্ব দিচ্ছি। এ ছাড়া প্রবাসীদের কল্যাণে ভালো কিছু করার অংশ হিসাবে আমরা মালয়েশিয়া থেকে ‘চাকরির খোজ’ পোর্টাল চালু করেছি। পোর্টাল কার্যকরি হলে অন্যান্য দেশেও তা চালুর চিন্তা রয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী।

হাইকমিশনার মো. গোলাম সারোওয়ার তার বক্তব্যে বলেন, ‘চাকরির খোঁজ’ পোর্টালের মাধ্যমে নতুন দোয়ার উন্মোচিত হলো এবং শ্রমিক ও মালিক পক্ষের মধ্যে সরাসরি সমন্বয়ের একটি মাধ্যম তৈরি হলো।

হাইকমিশনার বলেন,করোনাকালিন সময়ে অনেক কর্মী চাকুরি হারিয়েছেন আবার অনেক মালিক কাজের জন্য লোক খোঁজে পাচ্ছেন না। ইতোমধ্যে বেশ কয়েকটি কোম্পানি শুন্য পদে কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন। অনেক কোম্পানি যোগাযোগও করছেন হাইকমিশনে।

অনুষ্টানে শ্রম কাউন্সিলর জহিরুল ইসলাম ‘চাকুরির খোঁজ’ পোর্টাল কিভাবে কাজ করবে সে সম্পর্কে বক্তব্য রাখেন এবং একটি ভিডিও চিত্র প্রদর্শন করেন। এই পোর্টালের মাধ্যমে অতি সহজেই একজন কর্মী তার চাকুরী খুঁজে নিতে পারবে বলে আশা ব্যক্ত করেন শ্রম কাউন্সিলর।

অনুষ্টানে আরও যুক্ত ছিলেন, প্রবাসী কল্যাণ সচিব ড. আহমেদ মনিরুস সালেহিন,মালয়েশিয়ার শ্রম বিভাগের ডেপুটি ডাইরেক্টর জেনারেল মোহাম্মদ আজরি আব্দুল ওয়াহাব, টেকনোলজি পার্টনার ডটলাইনের প্রেসিডেন্ট মাহবুবুল মতিন।

Share This Article
Leave a comment