মালয়েশিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি: আহত ৫ বাংলাদেশি, আটক দুই ডাকাত

কালের কলম
2 Min Read

আহমাদুল কবির, বিশেষ প্রতিনিধি: 

মালয়েশিয়ায় পুলিশ বাংলাদেশীদের ঘরে ঢুকে ডাকাতিকালে ডাকাতদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে তিন বাংলাদেশী গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। আটক করা হয়েছে ডাকাত দলের দুই সদস্যকে। আহতদের মধ্যে রাকিবুল ইসলাম (২৭) এর অবস্থা আশংকাজনক। তাকে কুয়ালালামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মোহাম্মদ বাদশা বিশ্বাস (৩৭) ফয়সাল (২৮) রফিকুল ইসলাম (৩৫) আতিকুর রহমান (২৮) সহ বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

জানা গেছে, শুক্রবার (২৩ এপ্রিল) স্থানীয় সময় রাত ১১ টার দিকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের হাংতুয়ার ৪০ সি লরং মেরান্তি, জালান কেনেংগার তৃতীয় তলার একটি বাসায় হুট করে ৩ জন ইন্ডিয়ান মালয়েশিয়ান ডাকাতির উদ্দ্যশ্যে ভিতরে প্রবেশ করে।

নিজেদের পুলিশ পরিচয় দেয় এবং রুমের ভিতরে থাকা ৫/৬ জন বাংলাদেশীদের কাছে থাকা মোবাইল ছিনেয়ে নিয়ে কয়েকজনের হাত, মুখ টেপদিয়ে বেধে ফেলে।

ডাকাতদের কাছে থাকা ধারালো অস্ত্রদিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে বাংলাদেশিদের। এসময় বাংলাদেশিরা চিৎকার করতে থাকলে নিচে থাকা স্থানীয় মালয়েশিয়ন নাগরীকরা এগিয়ে আসে। পরে স্থানীয় মালয়েশিয়ান নাগরিক ও পুলিশের সহয়তায় আহতদের উদ্ধার করে কুয়ালালামপুর হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।

ডাকাত দলের দুই সদস্যকে আটক করা হয়। এব্যাপারে জালান বান্ডার এইচ এস লী থানায় (বালাই) একটি মামলা করা হয়েছে ।

মামলার তদন্তকারি কর্মকর্তা সিতি নূরদায়ূ বিনতে ইয়াকুব জানান, ডাকাত দলের দুই সদস্যকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। অন্য ডাকাতকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় ওই এলাকায় থাকা বাংলাদেশিদের মাঝে আতংক বিরাজ করছে।

Share This Article
Leave a comment