মালয়েশিয়ায় বিএসইউএম মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক আহমাদুল কবির

কালের কলম
2 Min Read
চিত্র: বিএসইউএম মিডিয়া অ্যাওয়ার্ড গ্রহণ করছেন সাংবাদিক আহমাদুল কবীর। ছবি: কালের কলম।

অনলাইন ডেস্ক: 

মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন কালের কলমের বিশেষ প্রতিনিধি আহমাদুল কবির। শনিবার (২৫ ডিসেম্বর) মালয়েশিয়ায় হোটেল ইন্টার কন্টিনেন্টালে দেশটির শরিয়া কোর্টের প্রধান বিচারপতি ড. হাজি মোহাম্মদ নায়িম বিন মোক্তার তার হাতে অ্যাওয়ার্ড তুলে দেন।

বাংলাদেশি স্টুডেন্টস ইউনিয়ন মালয়েশিয়ার উদ্যোগে বিজয় দিবসের ৫০ বছর পূর্তি ও সেরা শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়। এবার অ্যাওয়ার্ড দেওয়া হয় শিক্ষায় পিএইচডি, মাস্টার্স, ব্যাচেলর ও মিডিয়া ক্যাটাগরিতে।

অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মালয়েশিয়া শরিয়া কোর্টের প্রধান বিচারপতি বলেন, বাংলাদেশের মানুষের সঙ্গে আমার আত্মার সম্পর্ক। যখন লন্ডনে লেখাপড়া করেছি, সেসময় বিভিন্ন দায়িত্বে থাকাবস্থায় সিলেটিদের সঙ্গে সুসম্পর্ক ছিল। যে কারণে স্টুডেন্ট ইউনিয়নের অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়ে চলে এসেছি। বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়ার নিবিড় সম্পর্ক বিরাজমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশি স্টুডেন্টস ইউনিয়ন মালয়েশিয়ার (বিএসইউএম) সভাপতি মোহাম্মদ বোরহান উদ্দীন। পরিচালনা করেন সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট জহুরুল ইসলাম ও এডুকেশন সেক্রেটারি মাঈদুল ইসলাম।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করা হচ্ছে। এটি একটি স্বাধীন দেশের গর্বের বিষয়। এসময় বক্তারা বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, মালয়েশিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মাহবুব আলম শাহ, ইসলামিক ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, মো. জাহিদুল ইসলাম, আইআইইউএম ওয়ার্ল্ড ডিবেট সেন্টারের সিনিয়র ডিবেট ট্রেইনার, মো. আব্দুল লতিফ, এন.এস.এস সলিউশন ডিরেক্টর সবুজ হোসাইন, ডাচ-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কো-চেয়ারম্যান লায়ন হারুন-অর-রশিদ, আইআইইউএম’র পোস্ট ডক্টরেট ফেলো ডক্টর ফাইজুল হক, সাংবাদিক আহমাদুল কবির, অরিফুল ইসলাম প্রমুখ।

এবারে শিক্ষায় ট্যালেন্ট হিসেবে অ্যাওয়ার্ড পেলেন যারা, পিএইচডি ক্যাটাগরিতে ইউনিভার্সিটি মালয়েশিয়া পাহাং এর শিক্ষার্থী মোহাম্মদ বদরুল আলম, ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার মো. আল মামুন, ইন্টার ন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার মাঈদুল ইসলাম।

মাস্টার্স ক্যাটাগরিতে ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার শিক্ষার্থী রাবেয়া আনজুম, মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি মালয়েশিয়ার মোহাম্মদ ইমতিয়াজ হোসাইন, ইউনিভার্সিটি মালয়েশিয়া পাহাং এর শিক্ষার্থী হাসনাত মোস্তাফা।

ব্যাচেলর ক্যাটাগরিতে ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার শিক্ষার্থী হাসান আল-মামুন, ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার সুরঞ্জিত বাড়ুয়া, ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়ার মো. ইউসুফ বিন ফুরকান ও সানওয়ে ইউনিভার্সিটির শিক্ষার্থী বৃষ্টি খাতুন। ট্যালেন্ট হিসেবে স্বীকৃতি পাওয়া শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করেন প্রধান অতিথি।

মিডিয়া ক্যাটাগরিতে, সাংবাদিক আহমাদুল কবির।

Share This Article
Leave a comment