মালয়েশিয়ায় ৩৫টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টপকিয়ে প্রথম বাংলাদেশি ওলিদ

কালের কলম
1 Min Read

আহমাদুল কবির, মালয়েশিয়া: 

মালয়েশিয়ায় ৮০ জন শিক্ষার্থীকে পিছনে ফেলে প্রথম পুরস্কার (ডায়মন্ড) পেল বাংলাদেশি শিক্ষার্থী। চলতি বছরে ৩৫ টি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে অনুষ্ঠিত ফাইনাল ইয়ার প্রজেক্ট রিসার্চ অ্যান্ড ইনোভেশন পোস্টার প্রতিযোগিতায় অংশ নিয়ে (আরআইপিসি) প্রথম পুরস্কার পেয়েছেন, মালয়েশিয়ার আইএনটিআই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অধ্যয়নরত বাংলাদেশি ওলিদ বিন নাসির।

২০১৯ সালে প্রথম চালু করা ইভেন্টটির লক্ষ্য ছিল, শিক্ষার্থীদের চূড়ান্ত বছরের প্রকল্প, থিসিস, বা গবেষণাপত্র উপস্থাপন করা। চলতি মাসের ৫ আগষ্ট অনলাইনে ওলিদের গবেষণাপত্র জমা করারপর ২৮ আগষ্ট জুরিবোর্ড তাকে প্রথম পুরস্কারে ভূষিত করেন।

২০১৭ সালে ব্যাচেলর ইন ইনফরমেশন টেকনলজি বিষয়ে আইএনটিআই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অধ্যয়ন শুরু করেন ওলিদ।

চট্টগ্রামের পাচঁলাইশের নাসির উদ্দিন চৌধুরীর ছেলে ওলিদ বিন নাসির ৩১ আগষ্ট মঙ্গলবার এ প্রতিবেদককে বলেন, “বাংলাদেশের প্রতিনিধিত্ব করা এবং আন্তর্জাতিক পর্যায়ে এমন একটি সম্মানজনক পুরস্কার জেতা খুবই গর্বের। আমি আশা করি আমরা এর রকম আরও পুরস্কার জিততে পারব এবং আমাদের দেশকে গর্বিত করতে পারব”।

Share This Article
Leave a comment