রাজবাড়ীতে নানা আয়োজনে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

কালের কলম
1 Min Read
রাজবাড়ী ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে কেক কাটা

উজ্জ্বল চক্রবর্তী, রাজবাড়ী: 

সোমবার দুপুরে রাজবাড়ীতে নানা আয়োজনে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে । এ উপলক্ষে রাজবাড়ী জেলা শহরের কাজী হেদায়েত হোসেন স্টেডিয়াম থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং কেক কাটা হয়।

সে সময় প্রধান অতিথি হিসেবে ৭৩ পাউন্ড কেক কাটেন রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী। উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজিব, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদসহ ছাত্রলীগের জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের কয়েক শতাধিক নেতা-কর্মীরা।

Share This Article
Leave a comment