লকডাউনে মালয়েশিয়া প্রেসক্লাব সভাপতি মনির বিন আমজাদের খাদ্য সহায়তা প্রদান

কালের কলম
2 Min Read
চিত্র: লকডাউনে মালয়েশিয়ায় প্রবাসী ও স্থানীয় মালেশিয়ানদের মাঝে খাদ্য সহায়তা প্রদান। ছবি: মনির বিন আমজাদ (ইনসেট)

আহমাদুল কবির, বিশেষ প্রতিনিধি: 

মালয়েশিয়ায় চলছে কঠোর লকডাউন। আর এ লকডাউনে ঘরে বসে থাকা মানুষদের খাদ্য সহায়তা ও নগদ অর্থ প্রদান করলেন, বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিযার সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ি মনির বিন আমজাদ।

গত দুই সপ্তাহ ধরে মালয়েশিয়ার বিভিন্ন স্থানে কঠোর লকডাউনের মাঝে কর্মহীন হয়ে ঘরে বসে থাকা বাংলাদেশি, মালয়েশিয়ান ও মায়ানমারেরর নাগরিকদের এ সহায়তা দিয়ে আসছেন। এ পর্যন্ত প্রায় সাড়ে ৪ হাজার প্যাকেট খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। খাদ্য সহায়তার মধ্যে রয়েছে চাল, আলু, ডাল, পিয়াজ ও তেল। দেওয়া হয়েছে ৩০০ রিঙ্গিত করে প্রায় ১০০টি পরিবারে নগদ অর্থ।

লকডাউনে মালয়েশিয়ায় প্রবাসী ও স্থানীয় মালেশিয়ানদের মাঝে খাদ্য সহায়তা প্রদান।
চিত্র: লকডাউনে মালয়েশিয়ায় প্রবাসী ও স্থানীয় মালেশিয়ানদের মাঝে খাদ্য সহায়তা প্রদান।

সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন, সেনতুল এলাকার এমপি, ওয়াইভি প্রভাকারান। এমপির পিএ লেছতারি, গ্রাম্য প্রধান চে মাত, ডেপুটি গ্রাম্য প্রধান রাজালি, পিপি আইএমের সদস্য ফাজাল, মালয়েশিয়ার কমিউনিটি নেতা পান্দু ও কয়েকটি এনজিওর সদস্য। এ ছাড়া কেডা শহরে বসবাসরত অসহায় মালয়েশিয়ান নাগরিকদের ও খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। দেওয়া হয়েছে নগদ অর্থও।

চলমান নভেল করোনা পরিস্থিতির শুরু থেকে বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়ার সভাপতি মনির বিন আমজাদ এ সহায়তা দিয়ে আসছেন। সহায়তা প্রদানে মনির বিন আমজাদ কুড়িয়েছেন প্রশংসা। সংকটে তার এ সহায়তায় ধন্যবাদ জানিয়েছেন মালয়েশিয়ান ও প্রবাসী বাংলাদেশিরা।

সহায়তা প্রদানের বিষয়ে মনির বিন আমজাদ বলেন, ‘প্রথম থেকেই মালয়েশিয়ার বিভিন্ন মহলের সঙ্গে বাংলাদেশিসহ সকল নাগরিকদের সহায়তা করার বিষয়ে আলোচনা করি। সকলের সহায়তায় মানুষদের কল্যাণে কাজ করে চলেছেন মনির বিন আমজাদ।’

Share This Article
Leave a comment