বিশেষ প্রতিবেদক:
নরসিংদী জেলার রায়পুরা উপজেলাধীন, মির্জানগর ইউনিয়নের কৃতি সন্তান হাজী মোঃ মুকুল উদ্দিন প্রধান নিজ এলাকার সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। এক বার্তায় জনাব মুকুল বলেন, এই আনন্দঘন উপলক্ষে আমি বিশ্ব মুসলিম উম্মাহর সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সম্বৃদ্ধি কামনা করছি। ঈদের এই আনন্দঘন মূহুর্ত অম্লান হোক।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেওয়া এক বাণীতে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক আওয়ামীলীগের প্রবীন নেতা মুকুল বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনায় আমরা ত্যাগ ও সংযম এর যে শিক্ষা লাভ করেছি তা যেন সবার ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলন ঘটে। ইসলামের শ্বাসত শিক্ষায় ধনী-গরিব সবাই ভেদাভেদ ভুলে দেশকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করছি। ঈদের এই খুশির দিনে দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নে ইতিবাচক রাজনীতির পক্ষে শপথ নিতে সকলের প্রতি আহবান জানাচ্ছি।
তিনি আরও বলেন, উন্নয়নের এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে, আসুন আমরা সবাই সকল মতভেদ ভুলে দেশ ও দশের মানুষের জন্য কল্যাণময় রাজনীতি এগিয়ে নিই। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি। দেশের সুবিধা বঞ্চিত এবং হতদরিদ্রদের প্রতি সহনশীল হই।
বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসের প্রকোপের মধ্যেই রহমত, বরকত, ও নাজাতের মাহে রমজান সমাপ্ত করেছি আমরা। মহান আল্লাহ্ যেন আমাদের পৃথিবীকে এই ভয়াল মহামারি থেকে হেফাজত করেন।