খুলনা প্রতিনিধি:
খুলনা জেলা ও মহানগরীতে প্রথম দিনেই সাড়ে ছয় হাজার টিকা দেয়ার প্রস্তুতি নিয়ে আগামীকাল রবিবার শুরু হচ্ছে কোভিড-১৯ টিকা প্রদান কার্যক্রম। খুলনা সিটি কর্পোরেশনের ১৩টি স্থানে তিনটি করে ৩৯টি টিম এবং নয়টি উপজেলায় ২৭টি টিম এই টিকা দানে সম্পৃক্ত থাকবে। শনিবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১২টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেসব্রিফিংয়ে এসব কথা বলেছেন বক্তারা।
জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে প্রেসব্রিফিংয়ে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। মূল বক্তব্য তুলে ধরেন খুলনা জেলা সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মাদ।
করোনা ভ্যাকসিন কার্যক্রম সম্পর্কে কোন প্রকার গুজব সৃষ্টি করলে দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনগত কঠোর পদক্ষেপ নেয়া হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন ও পুলিশ সুপার এসএম শফিউল্লাহ্।
আরও উপস্থিত ছিলেন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ এটিএম এম মোর্শেদ, খুলনা মেডিকেল কলেজের ভাইস-প্রিন্সিপ্যাল ডাঃ মেহেদী নেওয়াজ, খুলনা জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, খুলনা প্রেস ক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন প্রমুখ।