মোহাম্মদ আলী, পাবনা প্রতিনিধি:
পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পাবনা আতাইকুলা ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। ৮ ফেব্রুয়ারি, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১ টায় থানা চত্বরে আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) পাবনা, জনাব শেখ মো: জিন্নাহ আল-মামুন।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জালাল উদ্দীনের সভাপতিত্বে আলোচনার শুরুতেই সভাপতি তার শুভেচ্ছা বক্তব্যে থানার বিগত দিনের বিভিন্ন কর্মকান্ডের উপর আলোকপাত করেন। এসময় আরও বক্তব্য রাখেন থানার তদন্ত কর্মকর্তা মো: আমিনুল ইসলাম। জেলা, উপজেলা, থানা আওয়ামীলীগের নেতাও অত্র থানাধীন বিভিন্ন ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, মহিলা চেয়ারম্যানগন।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) পাবনা, জনাব শেখ মো: জিন্নাহ আল-মামুন তার বক্তব্যে বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, পুলিশ হচ্ছে জগনগ্ণের বন্ধু। তাই পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে।
তিনি আরও বলেন, মাদকের সঙ্গে কোনো আপোষ নেই। এই মাদকের জন্য একটা পরিবার একটি সমাজ তথা দেশের কিছু মানুষ আজ বিপদগামী এইজন্য বিক্রেতা ও সেবনকারীসহ যে কোনো অপরাধীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহ্বান জানান।
এছাড়াও স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও ইউনিয়নের বিভিন্ন এলাকার জনসাধারণ তাদের বক্তব্যে বলেন আমরা বিগত দিন গুলোতে দেখেছি রাস্তাঘাটে চাদাবাজি, কোরবানী ঈদের সামনে রাতে গরুচুরি, মাদক সেবন ও বিক্রয়সহ বিভিন্ন অপকর্ম হতো কিন্তু যখন থেকে বর্তমান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জালাল উদ্দীন দায়িত্ব গ্রহন করেন তখন থেকে আস্তে আস্তে সকল অপকর্ম প্রায় শূন্য কোটায় চলে এসেছে। আজ আর রাস্তায় গাড়ি ঠেকিয়ে, বাড়িতে বাড়িতে গিয়ে চাঁদা বাজি হয় না। গরুচুরি হয় না। আমরা এখন নির্বিঘ্নে চলাচল করতে পারি, রাতে একটু স্বস্তিতে ঘুমাতে পারি। থানায় কোন সমস্যার জন্য আসলে এখন আর কোন দালাল বা অতিরিক্ত কোন অর্থ প্রদান করতে হয় না।
এই জন্য আমরা আরও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ মাদক নির্মূল, বাজার এলাকায় যানজট নিরসন, বাল্যবিবাহ প্রতিরোধে পুলিশের সহযোগিতা চেয়ে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে জন প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।