পাবনা প্রতিনিধি:
পাবনা পুলিশ সুপার মুহিবুল ইসলাম খান এর উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭২তম জন্মদিন পালন করেছে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জালাল উদ্দিন সহ থানার সকল পুলিশ সদস্যরা।
দিনটি উপলক্ষে আজ দুপুরে পবানা পুলিশ সুপার মহিবুল ইসলাম খান পাবনা পুলিশ লাইনস মাঠে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করার পর একসাথে বৃক্ষরোপন করেন আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন।
বৃক্ষরোপন শেষে বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন ও বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামাল ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের জন্য দোয়া ও বিশেষ প্রার্থনা করা হয়। এসময় আতাইকুলা থানার তদন্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমানসহ পুলিশের বিভিন্ন স্তরের অফিসারগন উপস্থিত ছিলেন।