মালয়েশিয়া প্রতিনিধি:
রাঙামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি’র দূর্গম পার্বত্য অঞ্চলে নারীদের নিরাপদ মাসিক নিশ্চিতকরণে কাজ করছে মালয়েশিয়া ভিত্তিক প্রতিষ্ঠান ইয়ুথ হাব।
দূর্গম পাহাড়ি অঞ্চলের নারীদের হাতে বিনামূল্যে পৌঁছে দেয়া হয়েছে ঋতু রিইউজেবল স্যানিটারি ন্যাপকিন। যার মাধ্যমে ১ বছরের নিশ্চিত পিরিয়ড সুরক্ষা পাবেন পাহাড়ের এই বাসিন্দারা।
বিনামূল্যে স্যানিটারী ন্যাপকিন বিতরণের পাশাপাশি পিরিয়ড সুরক্ষায় পাহাড়ি বিভিন্ন পাড়ায় বসবাসকারী নারীদের নিয়ে পিরিয়ড সচেতনতা নিয়ে কাজ করছে ইয়ুথ হাব।
উল্লেখ্য ২০২১ সালের এপ্রিলে চালু হওয়া এই উদ্যোগের মাধ্যমে ইয়ুথ হাব বাংলাদেশের ১৮ টি সাথে ১৫ হাজারের বেশি প্যাকেট স্যানিটারি ন্যাপকিন বিতরণ করেছে। ইয়ুথ হাবের সভাপতি পাভেল সারওয়ার বলেন- ‘আমাদের এইটা কোন প্রজেক্ট না, এটা একটা আন্দোলন। নিরাপদ মাসিক নিশ্চিত করার আন্দোলন।’
নিরাপদ মাসিক নিশ্চিত করার এই আন্দোলনে যুক্ত হতে পারেন আপনিও। পাঠাতে পারেন যে কোন পরিমাণের অনুদান। https://donate.youthhub.org.bd/