আহমাদুল কবির, বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়ার ভার্চুয়াল সভা অনুষ্টিত হয়েছে।
রবিবার (১৬ মে) রাত ১০ টায় প্রেসক্লাবের সাংবাদিকদের অংশ্রগ্রহনে ভার্চুয়ালী এ সভা অনুষ্ঠিত হয়। সিনিয়র সহ-সভাপতি আহমাদুল কবিরের সভাপতিত্বে অনুষ্টিত সভায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ বশির আহমেদ ফারুক ও কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী।
সভায় নিরীহ ফিলিস্তিনের উপর সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইল কর্তৃক বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে নিপীড়িত ফিলিস্তিনী জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছেন বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়ার নেতৃবৃন্দ।
এ সময় সংগঠনের নেতারা ফিলিস্তিনী জনগনের ন্যায্য অধিকার আদায়ে ১৯৪৯ সালের জেনেভা কনভেনশনের আইনের লঙ্ঘন করে ইসরাইল কর্তৃক গনহত্যা অনতিবিলম্বে বন্ধের দাবি জানান তারা।
ভার্চুয়াল এ মিটিংয়ে উপস্থিত ছিলেন, ক্লাবটির সহ সভাপতি মোঃ আশরাফুল মামুন, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির, তথ্য প্রযুক্তি ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক এম এ আবির ও প্রতিষ্ঠাতা সদস্য এসএম সৌরভ সহ আরো অনেকে।
আলোচনা শেষে ফিলিস্তিনে নিহত শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।