আহমাদুল কবির, বিশেষ প্রতিনিধি:
মালয়েশিয়ায় ফের বাড়লো লকডাউনের সময়। দেশটিতে করোনা মোকাবিলায় এ বছরের শুরুতে প্রথম দফা এমসিও ২.০ লকডাউনের পর আগামী ৪ ফ্রেব্রুয়ারীর পর আবার লকডাউন বাড়ানো হয়েছে। বর্তমান লকডাউন শেষ হওয়ার কথা ছিল ৪ ফেব্রুয়ারী। ২য় দফা লকডাউন শুরু হবে ৫ ফেব্রুয়ারী থেকে ১৮ ফেব্রুয়ারী পর্যন্ত। সারাওয়াক প্রদেশ ব্যতিত পুরো মালয়েশিয়া জুড়ে এই এমসিও ২.০ লকডাউন বহাল থাকবে।
আজ মঙ্গলবার (২ রা ফেব্রুয়ারী) জাতীয় নিরাপত্তা কাউন্সিল এর এক জরুরি বৈঠক শেষে এসব কথা জানিয়েছেন সিনিয়র মন্ত্রী দাতোক সেরী ইসমাইল সাবরি ইয়াকুব।
তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রনালয়ের খবরে বলা হয়েছে যে সমস্ত রাজ্যে দৈনিক কোভিড -১৯ সংক্রমন বেশি হওয়ার কারণে এবং মৃত্যুর হারও বেশি হওয়ার পরে সরকার তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এমতাবস্থায় জনগন কে এমিসও ২.০ লকডাউন এর স্বাস্থ্য বিধি ও বিধি নিষেধ মেনে চলার জন্য আহবান করেন।
লকডাউনে প্রবাসীসহ স্থানীয় জনগন ১০ কিলোমিটার এর বেশি ভ্রমন করতে অনুমতি লাগবে এবং বিভিন্ন নির্মান খাত সহ কলকারখানা, ব্যবসা প্রতিষ্ঠান, দোকান পাঠ, রেষ্টুরেন্ট বন্ধ রয়েছে। শহরের বিভিন্ন পয়েন্টে রোড ব্লক দিয়ে যানবাহন ও মানুষ চলাচল নিয়ন্ত্রণ করছে সেনাবাহিনী ও পুলিশ।