আহমাদুল কবির, বিশেষ প্রতিনিধি:
ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সোসাইটির আয়োজনে ৩ মার্চ, বৃহস্পতিবার ইউনিভারসিটি অফ নটিংহ্যাম মালয়েশিয়ার অডিটরিয়ামে অনুষ্টিত ২২টি দেশের শিক্ষার্থীদের মধ্যে ইন্টারন্যাশনাল কালচারাল নাইট প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ৩য় স্থান অর্জন করেছে টিম বাংলাদেশ।
এ অনুষ্ঠানে ইউনিভার্সিটিতে অধ্যয়নরত মালয়েশিয়া, বাংলাদেশ, জাপান, জার্মানি, আমেরিকা, গাম্বিয়া, জিম্বাবুয়ে, ঘানা, চীন, ব্রুনাই, পাকিস্তান, ইয়েমেন, সৌদি আরব, ভারত, ইন্দোনেশিয়া, কোরিয়াসহ প্রায় ২২টি দেশের শিক্ষার্থীরা অংশ নিয়ে নাচ- গান, ফ্যাশনশো ও অভিনয়ের মাধ্যমে যার যার দেশের ইতিহাস ঐতিহ্য তুলে ধরেন।
প্রেসিডেন্ট যায়নাহ্ ফায়রুয জাবেদের নেতৃত্বে বাংলাদেশ সোসাইটি নামে মালয়েশিয়ার এ ইউনিভার্সিটিতে পারফর্ম করে বাংলদেশের শিক্ষার্থীরা। বিশ্বদ্যালয়ের এ প্রতিযোগিতার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ইতিহাস ঐতিহ্য তুলে ধরে এ গৌরবান্বিত বিজয় ছিনিয়ে এনেছে বাংলাদেশ। অনুষ্টানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন ইউনিভার্সিটির সংশ্লিষ্টরা।
কেমিক্যাল উইথ ইনভায়রনমেন্টাল ইন্জিনিয়ারিং এর শিক্ষার্থী ও ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সোসাইটির প্রেসিডেন্ট যায়নাহ্ ফায়রুয জাবেদ দেশকে বিজয়ী বেশে তুলে ধরতে পেরে তিনি বলেন, অনুষ্ঠানে আমাদের জাতিসত্তার প্রতীক আমাদের জাতীয় পতাকা। শ্রদ্ধা, গর্ব, ভালোবাসা সব মিলেমিশে একাকার আমাদের এই লাল-সবুজের পতাকায়। আন্তর্জাতিক অঙ্গনে এই লালসবুজ পতাকার দেশের ইতিহাস ঐতিহ্য তুলে ধরতে পেরে নিজেকে গর্ববোধ করছেন এ ছাত্রনেতা।
বেস্ট এ প্রতিযোগিতার মধ্যদিয়ে এ ইউনিভার্সিটিতে অধ্যয়নরত বাংলাদেশি প্রায় ৭০ জন শিক্ষার্থীদের মাঝে পারস্পারিক ঐক্য ও সম্প্রীতির পরিবেশ সৃষ্টি হয়েছে বলে তিনি আমাদের জানিয়েছেন।
তিনি আরোও বলেন, প্রবাসে এসে সবচেয়ে বেশি স্মরণ করি বাংলাদেশকে। বিদেশের মাটিতে দেশীয় সংস্কৃতি তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। আমাদের পারফরম্যান্সের মধ্য দিয়ে বিদেশিরা আমাদের দেশ সম্পর্কে জানতে পেরেছে। এ ছাড়া বিদেশের মাটিতে বাংলাদেশের পতাকা উড়াতে পেরেছি সেটাই আমাদের তৃপ্তি।