আহমাদুল কবির, বিশেষ প্রতিনিধি:
মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশী শিশু-কিশোরদের নিয়ে পাইথন প্রোগ্রামিং কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে প্রবাসী শিশু-কিশোরদের অংশগ্রহন নিশ্চিত করতে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশী শিশু-কিশোরদের নিয়ে দুই মাস ব্যাপী পাইথন প্রোগ্রামিং কোর্সের আয়োজন করে তথ্য প্রযুক্তি ভিত্তিক প্রতিষ্ঠান ইয়ুথ হাব ও বিডি এক্সপ্যাট কিডস ক্লাব। ২৮ জন শিশু-কিশোর নিয়ে দুই মাস ব্যাপী কোর্সটি পরিচালনা করেন ইঞ্জিনিয়ার রাদিয়া রাইয়ান চৌধুরী। ২৭ জুন রবিবার মালয়েশিয়ার স্থানীয় সময় সন্ধ্যা ৮:৩০ মিনিটে ভার্চুয়ালী এই কোর্সের সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মালয়েশিয়া ভিত্তিক তথ্য-প্রযুক্তিভিত্তিক সংগঠন ইয়ুথ হাব স্কুল পর্যায়ে উদ্ভাবন, তথ্য-প্রযুক্তি ও নতুন উদ্যোক্তা তৈরি নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে প্রবাসী শিশু-কিশোরদের বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় আগ্রহী করে তুলতে প্রাধান্য দিচ্ছে।
মালয়েশিয়ার বিভিন্ন সরকারি ও বেসরকারি সংগঠনের সহযোগিতায় দেশটির বিভিন্ন রাজ্যের স্কুল পর্যায়ে তথ্য-প্রযুক্তির শিক্ষা নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।
এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে এখন ইয়ুথ হাবের ধারণা নিয়ে কাজ হচ্ছে বলে জানালেন, ইয়ুথ হাবের প্রেসিডেন্ট পাভেল সারওয়ার। তিনি জানান, আমরা এর মাধ্যমে নতুন প্রজন্মকে ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে দক্ষ করে গড়ে তুলতে চেষ্টা করছি। তিনি বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়া, বিডি এক্সপ্যাট ইন মালয়েশিয়া, অভিবাবক ও সকল অংশগ্রহনকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ভার্চুয়াল সমাপনি অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিডি এক্সপ্যাট এর অন্যতম সংগঠক ড. মোহাম্মদ আলী তারেক ও অভিবাবক দিল আফরোজ নাহার।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারির থেকে ইয়ুথ হাব ও বিডি এক্সপ্যাট কিডস ক্লাব ভার্চুয়ালি কোডিং কর্মশালা শুরু করে। এ কর্মশালয় শিশু-কিশোরদের স্ক্র্যাচ প্রোগ্রামিং, পাইথন প্রোগ্রামিং ও এপইনভেন্টর শেখানো হয়েছে।