আহমাদুল কবির, বিশেষ প্রতিনিধি:
মালয়েশিয়ায় অবৈধরা বৈধতা পেতে রিক্যালিব্রেশন কর্মসূচিতে নিবন্ধন করেছেন প্রায় ২ লাখ ৪৮ হাজার ৮৩ জন অবৈধ অভিবাসী।
জাতীয় কোভিড-১৯ টিকাদান কর্মসূচি (পিক) বাস্তবায়নের জন্য ৩১ ডিসেম্বর পর্যন্ত বা টিকাদান কর্মসূচি শেষ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি পরিকল্পনা বাড়ানোর বিষয়ে একমত হয়েছে দেশটির মন্ত্রী পরিষদ।
৫ জুলাই সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারি-জেনারেল দাতুক ওয়ান আহমদ দাহলান আবদুল আজিজ এক বিবৃতিতে বলেছেন, ২৩ জুন মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি নিয়ে একমত হয়েছিল।
তাঁর মতে, বৈঠকে সংশ্লিষ্ট রাজ্য সরকারের অনুমোদনের সাপেক্ষে পুনর্বিবেচনার পরিকল্পনা সাবাহ ও সারাওয়াকে প্রসারিত করার বিষয়েও সম্মত হয়েছে। বৈধ বিদেশী কর্মী হিসাবে দেশে অবৈধ অভিবাসীদের পরিচালনা ও নিয়ন্ত্রণের পরিকল্পনায় রয়েছে, রিটার্ন রিক্যালিব্রেশন প্রোগ্রাম এবং শ্রম পুনরুদ্ধার প্রোগ্রাম।
পরিকল্পনাটি প্রাথমিকভাবে ২০২০ সালের ১৬ নভেম্বর থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত কার্যকর করা হয়েছিল।
ওয়ান আহমদ দাহলান বলেছেন, ১ জুলাই পর্যন্ত মোট ২ লাখ ৪৮ হাজার ৮৩ জন অবৈধ অভিবাসী এই পরিকল্পনার আওতায় নিবন্ধন করেছেন। এর মধ্যে ৯৭ হাজার ৮৯২ জন রিটার্ন রিক্যালিব্রেশন প্রোগ্রামের আওতায় তাদের নিজ দেশে ফিরে যেতে নিবন্ধন করেছেন এবং শ্রম পুনরুদ্ধার রিক্যালিব্রেশন প্রোগ্রামের অধীনে ১ লাখ ৪৯ হাজার ৮৮৯ জন বৈধতায় নিবন্ধিত হয়েছেন।