ডেস্ক নিউজ:
দিরাই উপজেলার জগদল গ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ লন্ডন প্রবাসী মরহুম আলহাজ্ব মাওলানা আব্দুল কুদ্দুছ সাহেবের ভাই লন্ডন প্রবাসী মরহুম হাজী আব্দুল কাদের সাহেবের স্ত্রী বিশিষ্ট সমাজ সেবি হালিমা খাঁতুন (৮০) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ১৩ জানুয়ারি বুধবার ভোর রাতে ইষ্ট লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্তায় ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন থেকে হার্ট ও ডায়াবেটিক রোগে আক্রান্ত ছিলেন।
মৃত্যুকালে তিনি ৩ ছেলে ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। হালিমা খানম ছিলেন একজন দানবীর। এলাকার বিভিন্ন মসজিদ মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্টানে আর্থিক সহযোগিতা করতেন। তার মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এলাকার বিশিষ্টজনরা।