মালয়েশিয়া প্রতিনিধি:
মালয়েশিয়ায় শহিদ প্রেসিডেনট জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র জনাব আরাফাত রহমান কোকোর ষষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখার উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ শে জানুয়ারী) দুপরে স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখার নিজস্ব কেন্দ্রীয় কার্যালয়ে মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুর রহমান তালুকদার এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আবু কাওসার ভুঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুলাল হোসেন (সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি)।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি, সি এম শরিফ, সাধারণ সম্পাদক, এস.এম বশির আলম, সাংগঠনিক সম্পাদক, হেলাল সিকদার।
অনুষ্ঠানের শুরতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত ও দোয়া পরিচালনা করেন বাংলাদেশী সুরাও বাইতুল মোকারমের ইমাম হাফেজ মওলানা ইকরামুল হক।
এসময় আরও উপস্থিত ছিলেন অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে সহ সাধারণ সম্পাদক রাজা খান, রিপন চৌধূরীর, জনাব মোঃ তারেক সালাম সহ সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন। মোশারফ হোসাইন (হৃদয়) দফতর সম্পাদক স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখা, জনাব এম এম সাহেদ সুলতান মারুফ এলাহী, প্রচার সম্পাদক স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখা এবং প্রকাশনা বিষয়ক সম্পাদক জনাব সোহেল মাহমুদ, সদস্য জনাব জাহিদ হাসান ইমন এবং আরোও অন্যান্য নেতৃবৃন্দগণ।