পাবনা প্রতিনিধি:
পাবনার সাঁথিয়া উপজেলাধীন আতাইকুলা থানার অন্তর্গত গণেষপুর এলাকায় কলেজ পড়ুয়া ছাত্র ফখরুল ইসলামকে (২৪) হত্যার উদ্দেশ্যে হামলা করেছে স্থানীয় মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী শাহীন আলমের নেতৃত্বে আরো ৬ জন।
শুক্রবার (১৫ জানুয়ারি- ২০২১) সন্ধ্যায় গণেষপুর ব্রিজের কোণায় একা পেয়ে ফখরুল ইসলামকে কুপিয়ে মারাত্নকভাবে জখম করেছে। এমনকি লোহার রড দিয়ে আঘাত করে তার পা ভেঙে দিয়েছে। চাপাতি দিয়ে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে চলে যায় স্থানীয় মাদক ব্যবসায়ী, যুবলীগ নেতা পরিচয় দেয়া শাহীন (৩৬)।
হামলার সময় সহযোগী হিসাবে আরো উপস্থিত ছিলেন সাদ্দাম, সাগর, কবির, মতিউর, ওয়াকিল এবং বকুল। তারা সবাই মিলে একযোগে ফখরুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
ঘটনার পর মুমুর্ষ অবস্থায় স্থানীয়রা এগিয়ে আসে এবং তাকে পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে ফখরুলকে বিশেষ এ্যাম্বুলেন্সে করে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর পরই স্থানীয় আতাইকুলা থানা পুলিশের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।
সূত্র: আতাইকুলায় কলেজছাত্রকে হত্যার উদ্দেশ্যে কুপিয়েছে সন্ত্রাসীরা
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম তড়িৎ গতিতে আসামিদের গ্রেপ্তারে আশ্বস্ত করা সহ দোষীদের খুব দ্রুত আইনের আওতায় আনতে দৃঢ় প্রতিজ্ঞ বলে প্রতিবেদককে জানিয়েছেন।
উল্লেখ্য, আতাইকুলার শীর্ষ মাদক ব্যবসায়ী নামে পরিচিত শাহীন ওরফে কালু শাহীন গত ০৭ জানুয়ারি- ২০২১ একটি মাদক মামলায় পাবনা জজ কোর্টে হাজিরা দিলেন ১৫ মাসের সশ্রম কারাদণ্ড দেয় আদালত। এরইমধ্যে জামিনে বের হয়ে এসে এলাকায় মাদক ব্যবসায়ী চাঁদাবাজদের সঙ্গে নিয়ে ছাত্র ফখরুলকে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি কুপিয়ে হাতুড়িপেটা করে ফেলে রেখে যায়।
সন্ত্রাসী কালু শাহীনের বিরুদ্ধে আতাইকুলা থানায় ৭/৮ টা মাদকের মামলা রয়েছে। এদিকে আহত কলেজ ছাত্রের বাবা প্রিন্সিপাল আজহারুল ইসলাম ছেলেকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করে শনিবার সন্ধ্যায় রিপোর্ট লেখা পর্যন্ত আতাইকুলা থানায় (মামলা) অভিযোগ তৈরি করছিলেন।
সূত্র: নব যুগান্তর