পাবনা প্রতিনিধি:
পাবনার আতাইকুলা থানার সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস মুন্সির সভাপতিত্বে তেলিগ্রামে সন্ত্রাস, মাদক ও চুরি রোধে সচেতনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাত ১০টায় এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দেন আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন।
আলোচনা সভায় তিনি বলেন, বর্তমানে এই দেশে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ হিসেবে বিশ্বের কাছে প্রতিষ্ঠিত করেছেন। সুতরাং এই দেশ এখন উন্নয়নের ধারাবাহিকতায় এগিয়ে চলছে। তাই আমি বলছি আপনারা মনে করেন না যে, এই তেলিগ্রামের মতো ছোট্ট একটি গ্রামে সন্ত্রাস, মাদক ও চুরি রোধ করা সম্ভব হবে না। অবশ্যই সম্ভব যদি আপনারা গ্রামের সাধারণ মানুষেরা সচেতন হন। তাহলে আমরা শুধু এই গ্রাম না সারা বাংলাদেশ থেকে সন্ত্রাস, মাদক, চুরি সহ সকল অপরাধমূলক অপরাধ দুর করতে পারবো।
এছাড়া সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস মুন্সি বলেন, আমার ইউনিয়ন পরিষদ এলাকায় কোন রকমের সন্ত্রাসী কার্যক্রম, মাদক ও চুরির মতো জঘন্য কোন অপরাধই ক্ষমা করা হবে না। বর্তমানে আতাইকুলা থানার ওসি অত্যান্ত বিচক্ষন অফিসার। তার থানা এলাকায় কোথায় কোন অপরাধ হয় তিনি সবই জানবেন। সুতরাং সবাই অপরাধমুলক কার্যক্রম ছেড়ে ভালো পথে এসে রোজগার করেন।
এছাড়া আরো বক্তব্য রাখেন, আতাইকুলা প্রেস ক্লাবের সভাপতি ও বাংলাদেশ টেলিভিশনের পাবনা জেলা প্রতিনিধি নজরুল ইসলাম বাঁধন, সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রইস উদ্দিন খান, পাবনা জেলা সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবির পাভেল। এছাড়া উপস্থিত ছিলেন ওই এলাকার সাধারণ মানুষ।